মাঠ পর্যায়ে কর্মরত একটিভ ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,কমান্ডার,ভিডিপি সদস্য/সদস্যদের ভাল কাজের ডকুমেন্টস সংগ্রহে রাখতে উদ্বুদ্ধ করা যাতে তারা রাষ্ট্রীয় পদকের জন্য আবেদন করতে পারে।
ভিডিপি নারী উদ্যোক্তাদের উপজেলা পর্যায়ে মহিলা অধিদপ্তর কতৃক পরিচালিত‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ প্রোগ্রামে অংশগ্রহন করতে উদ্বুদ্ধ করে জয়ীতা সম্মাননা গ্রহনের সূযোগ করে দেয়া।
পূজা নির্বাচনে টহল ডিউটি পালন ,গার্ড পরিদর্শন ও জরুরী সরকারি দায়িত্ব পালনের জন্য যথাযথ কতৃপক্ষের মাধ্যমে একটি ডাবল পিক আপ ভ্যানের প্রাপ্তির জন্য আবেদন করা।
পূজা, নির্বাচনে শতভাগ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দিয়ে ডিউটি করানোর নিমিত্তে গুগল ফর্মে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের ডাটাবেজ সংরক্ষণ করা।
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে কোটা অনুযায়ী প্রশিক্ষণার্থী প্রেরণ করা এবংসরকারী চাকরিতে (৩য় ও ৪র্থ শ্রেণীর ) কোটা প্রাপ্তির বিষয়ে অবগত করে বেকারত্ব দূরীকরণে সহায়তা করা।
মহিলা ভিডিপি সদস্যদের মহিলা আনসার প্রশিক্ষণ,সেলাই প্রশিক্ষণ,কম্পিউটারপ্রশিক্ষনে প্রেরণ করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা করা।
ইউনিয়ন দলনেতা/দলনেত্রী ,আনসার কমান্ডারদের মাধ্যমে মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যদেরকে কারিগরী প্রশিক্ষণে উদ্বুদ্ধ করতে সেমিনার এর আয়োজন করা।