Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সিলেট সদর আভি কার্যালয়

সিলেট জেলার 13 টি উপজেলার মধ্যে সিলেট সদর উপজেলার সংক্ষিপ্ত বিবরণ নিন্মে বর্ণিত হলোঃ

শাহজালাল-শাহপারানে পূণ্য ভূমি সিলেট সদরউপজেলার ০8 টি ইউনিয়নে ৩১২ টি গ্রাম ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ড।

উপজেলা কার্যালয়ের প্রাধিকৃত জনবল ০৩, (বর্তমান ০২জন), ০৭ টিইউনিয়নে ০৫ জন দলনেতা, ০৬ জন দলনেত্রী, ০২ জন ইউনিয়ন আনসার কোম্পানী কমান্ডার। সিলেট সিটিকর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে ১৯ জন ওয়ার্ড দলনেতা ও ১৯ জন ওয়ার্ড দলনেত্রী রয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ০৭ শতাংশ নিজস্ব জমির উপর অবস্থিত। সিলেট সিটি কর্পোরেশনের মীরা বাজার এলাকায় সিলেট-তামাবিল সড়কের পাশে অবস্থিত। উপজেলা কার্যালয় একটি একতলা ভবন এবং সুদৃশ্য মাঠ আছে।

এম. এ. জি. আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট হতে উপজেলা আভি কার্যালয়, সিলেট আসতে ২০ মিনিট সময় লাগে। একই সময়ে সিলেটের কদমতলী বাস  স্টেশন হতেও উপজেলা আভি কার্যালয় আসা যায়। উপজেলার সকল ইউনিয়নের সাথে সিলেট সদরের সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা আছে।



সিলেট সদর উপজেলার বিভিন্ন গার্ডে ৭০ টি শর্টগানরয়েছে। উপজেলার ২২ টি ব্যাংকসহ ৫১ টি আনসার গার্ডে (২৩ জন পিসি, ২৫ জন এপিসি, ৫৭৩ জন পুরুষ আনসার ও ৩১ জন মহিলা আনসার) মোট ৭৫২ জন অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যা, ২ জন বিশেষ আনসার এবং ১০ জন অঙ্গীভূত ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

গুরুত্বপূর্ণ আনসার গার্ডঃ

ক। সিলেট এমএজি ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর (১৫৪ জন),

খ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (১০০ জন)